সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে একটি নৈশ কোচে কোন ডাকাতির ঘটনা ঘটেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের সঙ্গে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে বাসের চালক ও সহকারীর। অনেকে বিষয়টি ভূলভাবে শুনেছেন বলে জানান সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান।
তিনি আরও জানান, শুক্রবার রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে রয়েল এক্সপ্রেস নামের ঢাকা (মেট্রো ব ১৪-৬৮-৩৩) একটি নৈশ কোচে ঢাকায় আসার জন্য রওয়ানা দেয়। এরমধ্যে বাসের চালক ও সহকারী সঙ্গে যাত্রী হিসেবে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এসময় ঐ ছাত্র মুঠোফোনে তার সহপাঠীদের বিষয়টি জানালে তারা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে অবস্থান নেন।বাসটি বিশ্ববিদ্যালয়ের গেটে পৌছালে আরও দুই ছাত্র বাসটি উঠে পড়ে ও চালকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে যায় ও মারধরের ঘটনা ঘটে। এদিকে বিষয়টি বাসের অন্যান্য যাত্রীরা সাভার মডেল থানাকে অবহিত করে। খবর সাভার মডেল থানা পুলিশ বাসটি আটক করে। উভয় পক্ষকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তিন ছাত্রকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় দেয়া হয়।
বাসের যাত্রীদের সঙ্গে কথা বললেও তারা এ বিষয়টি আমাদের নিশ্চিত করেন বলে জানান পুলিশের এই উধ্বতরন কর্মকর্তা।