সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের পল্লীবিদ্যুত্ এলাকায় বাস চাপায় সিরাজুল ইসলাম (৬০) এক বৃদ্ধ নিহত।
শনিবার সকাল ১০ টার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি।
নিহত সিরাজুলের বাড়ি মুন্সিগঞ্জ। কয়েকদিন আগেই সিরাজুল পল্লীবিদ্যুৎ এলাকায় তার মেয়ের বাড়িতে বেড়াতে আসেন ।
আশুলিয়া থানার উপ পরিদর্শক( এসআই ) আনোয়ার মোল্লা জানান, নিহত সিরাজুল সকালে মাছ কিনারা জন্য বাইপাইল যায়। পরে মাছ নিয়ে ফেরার পথে পল্লীবিদ্যুত্ এলাকায় রাস্তা পারাপারের সময় নাবিল পরিবহনের একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে অই বৃদ্ধর মৃত্যু হয়। লাশটি উদ্ধার করে ময়না তদেন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এঘটনায় বাস ও চালকে আটক করা সম্ভব হয়নি।