রাতের সঙ্গে বাড়ছে সাভারে পরিবহনের চাপ; র্দুভোগে ঘরমুখী মানুষ

আগের সংবাদ

সাভারে দুরপাল্লার বাসে ডাকাতি; মালামাল লুট ও আহত ৫ যাত্রী

পরের সংবাদ

সাভারে মহাসড়কে পুলিশকে সহায়তায় রোভার স্কাউটের কাজ শুরু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৫২ পূর্বাহ্ণ, ০৯/০৯/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

ঈদে ঘরমুখী মানুষের ভীড় যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পরিবহনের চাপ। আর এই চাপ সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছে পুলিশ। ফলে পূর্ব ঘোষনা অনুযায়ী শুক্রবার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগরে ও নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল মোড়ে যানযট নিরসনে পুলিশকে সহায়তায় রোভার স্কাউটের সেচ্ছসেবকদল কাজ শুরু করেছে।

দুইটি পয়েন্টে ৩০ জন করে মোট ৬০ সদস্যের একটি দল কাজ করতে দেখে গেছে। তারা ঈদের আগের দিন পর্যন্ত কাজ করবে বলে জানা গেছে।

এ দিকে যানযট বিষয়ে ট্রাফিক পুলিশ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপে ধীর গতিতে চলছে পরিবহনগুলো। তবে কোন যানযটের খবর পাওয়া যায়নি। এছাড়া বৃহস্পতিবার বিকাল থেকে ঈদে ঘরমুখী মানুষের চাপ অব্যহত রয়েছে। তবে আজ শুক্রবার দুপুরের পর থেকে এই চাপ কমতে শুরু করতে পারে বলে ধারনা করছেন।