সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের দুরপাল্লার চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা যাত্রীদের মারধর করে ও মালামাল লুট করে নিয়ে যায়।
শুক্রবার সকালে সাভারের উলাইল বাস স্ট্যান্ডে ডাকাতি কবলিত বাসটি উদ্ধার করা হয়। এসময় আহত ৫ যাত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গাজীপুরের চন্দ্রায় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী দুরপাল্লার নিউ লাইন নামে একটি বাসে কমিনিউটি পুলিশের পরিচয় দিয়ে ১০-১২জনের ডাকাত দল বাসটি নিয়ন্ত্রণে নেয়। অস্ত্রের মুখে চালক ও তার সহকারীকে বেঁধে ফেলে। পরবর্তীতে ডাকাতদল আশুলিয়া, আবদুল্লাপুর, গাবতলী ও সাভারসহ বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে ও অস্ত্রের মুখে তাদের মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতের হামলায় ৫ যাত্রী আহত হয়। আহতের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, ডাকাতি শেষে ভোর রাতে কোন এক সময় সাভারের উলাইল বাস স্ট্যান্ডে বাসটি ফেলে পালিয়ে যায় ডাকাতদল।খবর পেয়ে বাসটি উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।