সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ঢাকা আরিচা, নবীনগর চন্দ্র ও বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের সংখ্যা বাড়ছে।
বৃহস্পতিবার বিকালের পর থেকেই যাত্রী সংখ্যা ও পরিবহনের চাপ বাড়ছে।
এ বিষয়ে আশুলিয়ার বাইপাইল মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর কামরুল ইসলাম জানান, সরকারি অফিসের শেষ কার্য দিবস ও অন্যদিকে সাভারের অধিকাংশ শিল্প কারখানার ছুটির ফলে হঠাৎ করে বিকাল থেকে যাত্রী চাপ বেড়েছে। পরিবহনের চাপও থাকলেও যানযট নিরসনে আপ্রান ভারে কাজ করে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।