সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ঢাকা আরিচা, নবীনগর চন্দ্র ও বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কে ঈদে ঘরমুখী মানুষের সংখ্যা বাড়ছে।
বৃহস্পতিবার বিকালের পর থেকেই যাত্রী সংখ্যা ও পরিবহনের চাপ বাড়ছে। এই চাপ রাতের সঙ্গে পাল্লা দিয়ে আরও বাড়বে বলে ধারনা করছেন পুলিশ প্রশাসন।
এ বিষয়ে আশুলিয়ার বাইপাইল মোড়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম জানান, সরকারি অফিসের শেষ কার্য দিবস ও অন্যদিকে সাভারের অধিকাংশ শিল্প কারখানার ছুটির ফলে হঠাৎ করে বিকাল থেকে যাত্রী চাপ বেড়েছে। পরিবহনের চাপও থাকলেও যানযট নিরসনে আপ্রান ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।
বিভিন্ন মহাসড়কে ধীর গতি চলছে যান বাহন তবে যানযটের কোন খবর পাওয়া যায়নি।
এদিকে ঘরমুখী মানুষ বাসের অতিরিক্ত ভাড়া ও অনেক সময় অপেক্ষার পর বাস আসাসহ তাদের নানা র্দুভোগের চিত্র তুলে ধরেন।