সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ থেকে বিল্লাল ও আমিরুল নামের দুজন ভূয়া এস আই ও কনস্টেবল আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুত্ একটি বাসা থেকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার নাগপুর থানার তফিজ উদ্দিনের ছেলে বিল্লাল ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার আলী আকবরের ছেলে আমিরুল ইসলাম।
আশুলিয়া থানার উপ পরিদর্শক ( এস আই ) মেহেদী হাসান জানান, সন্ধ্যায় পল্লীবিদ্যুৎ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে একটি বাসা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় পুলিশ অফিসার পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।