সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নয়ারহাটে র্যাব ৪ এর একটি দল অভিযান চালিয়ে প্রায় কোটি টাকা মূল্যের নকল রাজস্ব ষ্ট্যাম্প, কোর্ট ফি ষ্ট্যাম্প ও নন জুডিশিয়াল ষ্ট্যাম্প তৈরির প্রেস সরাঞ্জামাদিসহ ৪ জনকে আটক করেছে।
শনিবার সকাল ১১ টায় র্যাব ৪ এর আশুলিয়ার নবীনগর ক্যাম্পে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
নবীনগর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক আরিফ বিন জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে আশুলিয়ার নয়ারহাটে রাফি প্রিন্টিং প্রেস নামে প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল ষ্ট্যাম্প তৈরির সরাঞ্জামাদিসহ চারজনেকে আটক করা হয়। তারা প্রিন্টিং প্রেসের আড়ালে দীর্ঘ দিন ধরে নকল ষ্ট্যাম্প তৈরি ও বিক্রি করে আসছিল। আটককৃত হলো পান্না কায়সার, রাজ্জাক হোসেন, সজিব মোল্লা ও দেওয়ান মাসুদ রানা।
এই চক্রের বাকি সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে ও এ বিষয়ে আশুলিয়া থানা মামালা দায়ের প্রস্তুতি চলছে বলে র্যাব জানান।