সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় সহকর্মী আহত হওয়ার জের ধরে নবীনগর চন্দ্রা মহাসড়ক আধা ঘন্টা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করে। আহত শ্রমিক অনিত্ব দেব সরমাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া জুম্মাঘর এলাকার তানজিলা টেক্সটাইলের শ্রমিকরা মহাসড়ক আধ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে কারখানার সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রমিক আহত হয়। এসময় খবরটি কারখানায় ছড়িয়ে পরলে শ্রমিকরা আধ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।পরে গাজীপুরের শালনা হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যানচলাচল স্বাভাবিক হয়।
আহত শ্রমিক দেব তানজিলা টেক্সটাইল লিমিটেড এর কোয়ালিটি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। আহত দেব রংপুরের পিরগাছা থানার সোনাররায় গ্রামের মোনরঞ্জ সরমার ছেলে।