সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় মহাসড়কে বেসরকারি ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের সময় স্থানীয় জনতার সহায়তায় এক ছিনতাইকারী আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুন্ঠিত টকা ও মোটরসাইকেল।
সোমবার দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় কবিরপুরে বেসরকারি গ্রামীণ ব্যাংকের একটি শাখার উপ ব্যবস্থাপক ইসমাইল হোসেন ছিনতাইয়ের শিকার হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসিনুল কাদির জানায়, কবিরপুর এলাকার গ্রামীন ব্যাংকের বিভিন্ন কেন্দ্র থেকে ইসমাইল ক্ষুদ্র ঋণের টাকা উত্তোলন করে চন্দ্রা শাখায় ফিরছিলেন। এসময় নবীনগর চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাজার এসে পৌছলে পাচঁজন ছিনতাইকারী মোটরসাইকেল যোগে তার গতিরোধ করে। পরে তাকে কুপিয়ে টাকা ও মোটরসাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয়রা ছিনতাইকারীর মোটরসাইকেলসহ একজনকে আটক করে এবং আহত কর্মকর্তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । এ ঘটনায় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও টাকা উদ্ধার হয়েছে।
আটককৃত সুমন গাজীপুরের হাবিবপুরের মিজানুর রহমানের ছেলে।