সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় খাদ্য বিষক্রিয়ায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ্ হয়েছে। অসুস্থ্য শ্রমিকদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ডেকো ডিজাইন লিমিটেড কারখানায় এঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, দুপুরের খাবার খাওয়ার পর কয়েকজন শ্রমিক জ্ঞান হারিয়ে কারখানার মেঝেতে পড়ে যায়। এরপর পর একই ভাবে অসুস্থ্য অন্যান্য শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে কারখানা কতৃপক্ষ তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
এবিষয়ে নারী ও শিশু হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.মাহামুদুল হাসান সবুজ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে খাদ্য বিষক্রিয়া থেকে শ্রমিকরা অসুস্থ্য হয়েছে। তবে ভয়ের কারণ নেই চিকিৎসাধীন শ্রমিকরা এখন আশঙ্কামুক্ত রয়েছে।
খবর পেয়ে আশুলিয়া থানা ও শিল্প পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। কতৃপক্ষ আজকের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষনা করেছে।