সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় মুঠোফোন নিয়ে কারখানায় প্রবেশের ঘটনায় শ্রমিক নির্যাতনের প্রতিবাদে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।এঘটনায় কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার সকালে আশুলিয়ার ছয়তলা এলাকার ডিকে গ্লোবাল ফ্যাশন ওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায় প্রতিদিনের মতো মুঠোফোন নিয়ে কারখানার ভেতর প্রবেশ করতে চাইলে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের কাছ থেকে মুঠোফোন জমা নেয়ার চেষ্টা করে। এসময় আকাশ নামে এক শ্রমিক মুঠোফোন জমা নেয়ার প্রতিবাদ করায় তাকে মারধর করে কারখানার ষ্টাফরা। প্রতিবাদে এসময় শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যেতে চাইলে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে বেশ কয়েকজন শ্রমিককে মারধর করা হয় বলে অভিয়োগ শ্রমিকদের। এঘটনায় অন্তত দশ শ্রমিক আহত হয়েছে বলে দাবী করেছে শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।
অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।