সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভিতরে শিল্প পুলিশ ১ এর এক কনস্টেবল সহকর্মীর অসাবধনতায় শর্টগানের গুলিতে রেউজল নামের নামে অপর এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে আশুলিয়ার নলাম এলাকায় গ্লোবাল এ্যাটায়ার্স নামের একটি পোশাক কারখানার ভিতরে এঘটনা ঘটে।
আশুলিয়া শিল্প পুলিশ ১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, আশুলিয়া শিল্প পুলিশ ১ এর কয়েক জন পুলিশ কনস্টেবল নলাম এলাকায় গ্লোবাস গার্মেন্টস এ দায়িত্ব পালন করছিলেন। পরে তারা সকালে ডিউটি শেষ করে ওই পোশাক কারখানার ভিতরে হাসনাত নামের এক পুলিশ কনস্টেবল তার শর্টগান থেকে গুলি বের করার সময় অসাবধানবশত সহকর্মী রেজাউলের দুই পায়ের রানে তার শর্টগান থেকে গুলি লাগে। পরে রেজাউলকে গুলিবিদ্ধ অবস্থায় অন্য পুলিশ সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছে।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওটি ইনর্চাজ নাছির উদ্দিন জানান গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবলকে আমরা চিকিৎসা দিচ্ছি।
গুলিবিদ্ধ ওই পুলিশ কনস্টেবলের বাড়ি নোয়াখালির বেগমগঞ্জ থানা এলাকায়।