সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে একটি প্রাথমিক বিদ্যালয় পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ ভর্তি ২০ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে আমিন মোহাম্মদ গ্রুপের একটি খালি জায়গা থেকে ককটেলগুলো উদ্ধার করেন সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ি।
এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ তরিকুল ইসলাম জানায়, সকালে বিরুলিয়ার বাজার এলাকায় খাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি খালি জায়গার সীমানা প্রাচীরের পাশে একটি কালো ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে ব্যাগটি খুলে বড়কোটার ৭ টি ককটেল ও ১৩ টি ছোট কোটার ককটেল উদ্ধার করে। নাশকতা ও ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য ককটেলগুলো ওই খানে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।