সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে এক বিকাশ কর্মীকে গুলি করে নগদ প্রায় চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃওরা। গুরুতর আহত অবস্থায় বিকাশকর্মীকে উদ্ধার করে সাভারের এনাম মেডকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
বুধবার দুপুরে সাভারের সোবাহানবাগ এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
আহতের সহকর্মী নরুজ্জামান জানায়, বিকাশকর্মী মনিরুজ্জামান সোবাহানবাগ এলাকায় বিভিন্ন দোকান থেকে প্রায় ৪ লাখ টাকা তুলে হেটে বাসষ্ট্যান্ড এর উদ্দেশ্যে রওয়ানা দেন। পরে রাস্তার মধ্যে পিছন থেকে আসা তিনটি মোটরসাইকেলে ছয়জন তার গতিরোধ করে। এরমধ্যে একজন তার ডান পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সবার মাঝে আতঙ্ক সৃষ্টি করে দুর্বৃওরা মোটরসাইকেলে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল এ্যান্ড হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
গুলিবিদ্ধ বিকাশ কর্মী আশুলিয়ার কাঠগড়া সরকার বাড়ি এলাকার মাওলানা শহিদুল্লাহর ছেলে।