সাভারের বিদ্যুৎস্পৃষ্টে নির্মান শ্রমিক নিহত

আগের সংবাদ

সাভারে জামায়াত-শিবিরের ৬ জন আটক

পরের সংবাদ

সাভারে নদীতে নিখোঁজের ৪ ঘন্টার পর শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩৭ অপরাহ্ণ, ০৭/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের ভার্কুতায় তুরাগ নদীতে গোসলে নেমে সোহেল নামে ৭ম শ্রেনীর এক শিক্ষার্থী নিখোঁজের ৪ ঘন্টা পর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল অভিযান চালিয়ে সোহেলের মৃতদেহ উদ্ধার করে।

রোবাবর রাত সাড়ে ৯টায়  মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে সাভার মেডল থানার ভার্কুতার ফাড়ি ইনচার্জ এস আই কামরুল ইসলাম জানান, বিকাল  আনুমানিক ৫ টার দিকে সোহেল ও তার ভাই ভার্কুতার তুরাগ নদীর গোসলের জন্য নামে। এসময় স্রোতের টানে সোহেলকে ভাসিয়ে নিয়ে যায়। অনেক খোজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দেয়া হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান পরিচালনা করে রাতে সোহেল মৃতদেহ উদ্ধার করে।