সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের হেমায়েতপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছে।নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।
রোববার রাতে সাভারের হেমায়েতপুরের শ্যামপুরে রফিক হোসেনের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।নিহত দুলাল ভোলা জেলার নরু ইসলামের ছেলে।
সাভার মডেল থানার এস আই নাছির হোসেন জানান, হেমায়েতপুরে রফিক হোসেন নামে এক ব্যক্তির বাড়ি নির্মানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুলাল নামে এক নির্মান শ্রমিক নিহত হয়। তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।