আশুলিয়ায় বকেয়া টাকা চাওয়ায় শ্রমিকে পিটিয়ে হত্যা; ঠিকাদার আটক

আগের সংবাদ

ডাঃ সালাউদ্দিন বাবু বিএনপির নব কমিটির সহঃ পরিবার ও কল্যান বিষয়ক সম্পাদক

পরের সংবাদ

আশুলিয়ায় সন্দেহভাজন জঙ্গী মাসুদের বাবা-মা আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৪৫ পূর্বাহ্ণ, ০৭/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় এক বছর ধরে নিখোজ সন্দেহভাজন জঙ্গী আবদুর রহমান মাসুদের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। বাবা আব্দুল মালেক ও মা মমতাজ বেগম কে আটকের পর তাদের ডিবি হেফাজতে নেয়া হয়।

শনিবার দুপুর ১১টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ির নিজ বাড়ি থেকে তাদের আটক করে। মাসুদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগড়পুর থানার পালাগ্রামে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্ল্যা জানান, ৫ই জুলাই ২০১৫ সালে নিখোজ হয়। ওই দিন তার বাবা থানায় একটি নিখোজ ডায়েরী করে। সেই নিখোজ তালিকার ভিত্তিতে তদন্ত করা হলে জঙ্গি সম্পৃক্ততার প্রাথমিক ধারনা পাওয়া যায়।
তিনি আরো জানায়, ২০১৫ সালের জুলাই মাসে সিরিয়া পালিয়ে যায় মাসুদ। পরে সিরিয়ার জঙ্গি সংগঠন আইএস এর সাথে যুক্ত হয়। বর্তমানে সে সিরিয়ায় অবস্থান করছে বলে জানা গেছে। বিষয়টি আরো খতিয়ে দেখার জন্যই তার বাবা মাকে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে তাদের আটক করা হয়। বিষয়টি পুলিশের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও তদন্ত করছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইননুযায়ি ব্যবস্থা গ্রহন করা হবে।

সরেজমিনে মাসুদের আশুলিয়ার টঙ্গাবাড়ীর বাড়িতে গিয়ে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘ ধরে আশুলিয়ার নিজ বাড়িতে অবস্থান করে মিলিটারি ইনিস্টিটিউট অফ সাইন্স টেকনোলজি (এমআইএসটি) বিশ্ববিদ্যালয় থেকে ইলিক্ট্রিক্যাল বিষয়ে পড়াশোনা শেষ করে মাসুদ। তবে এলাকায় নামাজি আর খুবই নীরব স্বভাবের লোক হিসেবেই পরিচিত ছিল। গত এক বছর ধরে তাকে কেউই এলাকায় দেখতে পাননি।

সেখানে কথা হয় মাসুদদের বাসার ভাড়াটিয়া কাজী মেহেরিনের সঙ্গে তিনি বলেন, মাসুদ শান্ত স্বভাবের ছিল। সবসময়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো সে। নামাজ রোজায় খুব সিরিয়াস ছিল। কোন আড্ডায় তাকে দেখা যেত না। এমনকি তার কোন বন্ধু বান্ধব কখনো বাসায় আসতো না। যখন মাসুদ ঢাকায় পড়াশোনা করতো তখন মাসে ২/১ বার বাসায় আসতো। এসে তার বাবার সাথেই বেশী সময় দিতো। তবে তার মতো ছেলে যে আইএস-এ যুক্ত হবেন তা তিনি কল্পনাও করেন না।
ঢাকা জেলা ডিবির কার্যালয়ের একটি সূত্র জানান, আটককৃত বাবা-মাকে তার সন্তানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া মাসুদের বন্ধুদের বেশকিছু তথ্য নেয়ারও চেষ্টা চলছে।