সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের বিরুলীয়া এলাকার তুরাগ নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার করতে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল কাজ করছে।
মঙ্গলবার বিকালে সাভারের বিরুলীয়ায় পিকনিকে এসে তুরাগ নদীতে গোসলে দুইজন নিখোঁজের ঘটনা ঘটে।
নিখোঁজ একজনের নাম মিজান (২৮) ও অপরজন মিনহাজ (১৮)। মিহাজ মুদির দোকানি ও মিনহাজ ডেকারেটর ব্যবসা করেন। তাদের দুইজনের গ্রামের বাড়ি গাজীপুরের কাশিমপুর এলাকায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের উপ পরিচালক মামুন মাহামুদ জানান, তুরাগ নদীতে গোসলে নেমে দুইজন নিখোঁজ রয়েছে এমন খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার কাজ চালাচ্ছে।
এ ব্যাপারে সাভার মডেল থানার বিরুলীয়া ফাড়ি ইনচার্জ এস অাই আশরাফ মিয়া জানান, গাজীপুরের কাশিপুর থেকে বিরুলীয়া প্রায় ৩০ জন পিকনিকের উদ্দেশ্যে আসে। এরমধ্যে মিনহাজ নামে একজন নদীতে গোসলের জন্য নামে। এসময় নদীর প্রবল স্রোতে তাকে ভাসিয়ে নিয়ে যায়। তাকে উদ্ধারের জন্য মিজান নামে অপর এক ব্যক্তি নদীতে ঝাঁপ দেয়। নদীর স্রোতে দুইজনকেই ভাসিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে দুইজনই নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চলছে।