সাভারে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধর

আগের সংবাদ

আশুলিয়ায় শিশুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার; শরীরে আঘাতের চিহৃ

পরের সংবাদ

সাভারে কৃষককে শ্বাসরোধ করে হত্যা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৪৩ অপরাহ্ণ, ৩০/০৭/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে একটি খাল থেকে ভাসমান অবস্থায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর খাল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আনিসুল হক (৪০)। তার গ্রামের বাড়ি কেরানীগঞ্জ উপজেলার কানারচর এলাকায় এবং সে পেশায় একজন কৃষক বলে জানিয়েছে পুলিশ।
এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু শেখ জানান, বিকেলে কানারচর এলাকার খালে এক ব্যক্তির ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে বিষয়টি সাভার থানায় ফোন করে জানায় স্থানীয়রা। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে গলায় গামছা পেচানো অবস্থায় নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে আনিসুল হককে শ্বাসরোধ করে পরিকল্পিতভাবে হত্যার করে লাশটি গুম করার উদ্দেশ্যে খালে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।