সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের গেন্ডায় এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মনিরুজ্জামান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোরে গেন্ডায় থেকে তাকে আটক করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই কামরুজ্জামান জানান, কলেজ ছাত্রী ও আটক যুবক মনিরুজ্জামানের সঙ্গে পূর্ব পরিচয় ছিল। মনিরুজ্জামান কৌশলে ছাত্রী গেন্ডায় একটি বাসায় নিয়ে ধর্ষণ করে। অসুস্থ্য অবস্থায় ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার সকালে একটি মামলা দায়ের করেন। তার ভিত্তিতে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে আটক করা হয়।
মনিরুজ্জামানের গ্রামের বাড়ি যশোররের কোতোয়ালী থানাধীন বাইদগাজী গ্রামে ও বর্তামানে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করত।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ছাত্রীকে ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে।