সাভারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; আটক এক

আগের সংবাদ

আশুলিয়ায় জঙ্গিবাদের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

পরের সংবাদ

আশুলিয়ায় বাস পানিতে পড়ে হেলপার নিহত; উদ্ধার ১০ ও অভিযান চলছে

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৫৬ অপরাহ্ণ, ২৯/০৭/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়ায় মরাগাং এলাকায় খেয়া পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রন হারিয়ে মহাড়কের পাশে পানিতে পরে হেলপার নিহত । এসময় অন্তত ১০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনো কয়েকজন যাত্রী আটকা পড়ায় উদ্ধারের জন্য টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

নিহত হেলপারের নাম জাহিদ। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়। বর্তমানে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া থাকত।

শুক্রবার সকাল ১১টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের মরাগাং এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানায়, সকালে আবদুল্লাহপুর থেকে খেয়া পরিবহনের একটি মিনিবাস নবীনগর আসার পথে আশুলিয়ার মারগাঙ্গ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পরে যায়। এসময় বাসের হেলাপার নিহত হয়। আহত হয়েছে অন্তন ১০ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি পানিতে পরে যাওয়ায় যাত্রী আটকা পরে থাকতে পারে এমন আশঙ্কায়  উদ্ধারের জন্য  ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ইতি মধ্যেই ঘটনাস্থলে পৌছছে।