সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার নিশ্চিতপুরে একটি বাড়ির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার নিশ্চিতপুরে হাশেম আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আনোয়ার হোসেন মোল্লা জানান, নিশ্চিতপুরে হাশেম আলীর বাড়ির ২য় তলার দেয়ালে কাজ করতে গিয়ে তার ব্যবহৃত কনুইয়ের সঙ্গে ঘরের বিদ্যুৎতের তারের সঙ্গে লেগে যায়। এতে নির্মান শ্রমিক আজগর আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত আজগর আলীর গ্রামের বাড়ি রংপুর সদর এলাকায় ও বর্তমানে নিশ্চিতপুরে করিম হোসেনর বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন বলে জানা যায়।