সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার খেজুরবাগান একটি কারখানায় অভিযান চালিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান এ আর (এপিবিএন) মোবাইল কোর্ট। এসময় বিএসটিআই কতৃক অনুমোদনহীন ও নকল পন্য উৎপাদন ও বাজারজাত করায় ৩ লক্ষ টাকা জরিমানাসহ কারখানাটি কোটি টাকার মালামাল জব্দ করা হয়।
বুধবার দুপুরে আশুলিয়া খেজুরবাগান এলাকার সামিত টাওয়ারের পাশে রক্স সুপ এন্ড ডিটারজেন্ট নামের একটি কারখানায় অভিযান চালায় এপিবিএন এর ভ্রাম্যমান আদালত।এসময় কারখানার কোন কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি।
আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার মোর্তুজা আহম্মেদ জানায়, আশুলিয়ার খেজুরবাগানে দীর্ঘ দিন ধরে রক্স সুপ এন্ড ডিটারজেন্ট নামের একটি কারখানা বিএসটিআই অনুমোদহীন ও নামী প্রতিষ্ঠানের নকল পন্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। আজ দুপুরে ওই কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে কারখানার মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এবং কারখানার প্রায় কোটি টাকার মালামাল জব্দ করা হয়। কারখানায় বিভিন্ন সাবান, পাউডারসহ বিভিন্ন পন্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল বলে জানান তিনি।