সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার গাজীচট চোলাই মদসহ তিন জনকে আটক করেছে মাদক দব্য অধিদপ্তর। মাদক দ্রব্য অধিদপ্তর সাভার উপজেলার ইনেসপেক্টর কাজী কামরুজ্জামানের নেতৃতে এ অভিযানে চোরাই মদসহ চামকা দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। তারা দীর্ঘ ধরে এ এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিক্রির সাথে জড়িত।
মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে আশুলিয়ার গাজীচট এলাকার শাখাওয়াত ভাড়া বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে মাদক দব্য অধিদপ্তর। তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত দুই নারী সফুলা চাকমা ওরফে রিনি পুটি চাকমা(৩২),পঞ্চনাথ চাকমা(৩২) ও পুরুষ সুবাস চাকমা(৩৪) আশুলিয়ার গাজীচট এলাকার শাখাওয়াতের ভাড়াবাড়িতে থাকতো। প্রাথমিক ভাবে সবাই রাঙ্গামটি জেলার বলে জানা গেছে।
মাদক দব্য অধিদপ্তরের সাভার উপজেলার ইনেসপেক্টর কাজী কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬০ লিটার চোলাই মদসহ তাদেরকে গাজীরচট এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা দীর্ঘ দিন ধরে এই এলাকা মদ উৎপাদন ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক দব্য আইনে আশুলিয়া একটি মামলা দায়ের করা হয়েছে।