সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় কুটুরিয়া এলাকায় বিষপানে একই পরিবারের বাবা ছেলের মৃত্যু। অপর এক ছেলে মুমূর্ষ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার কুটুরিয়া এলাকার নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর সদর থানার মহেশপুর এলাকার নিতাই শিল এর ছেলে মহন শিল(৩০)। ছেলে মানিক শিল(৭) এবং মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে ছোট ছেলে রতন শিল (৪)। তারা উভয়ই নিহত মহনের ছেলে।
সাভার মডেল থানার এস আই তন্ময় জানায়, রাতে প্রতিবেশীরা ভাড়া বাড়ির নিজ কক্ষে বাবা মহনসহ দুই ছেলেকে মুমূর্ষ অবস্থায় দেখতে পায়। পরে তাদেরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মহন ও ছেলে মানিককে ডাক্তার মৃত ঘোষনা করে। এবং ছোট ছেলেকে নিভির পযবেক্ষন ভর্তি করা হয়। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে বলে জানায় পুলিশ।