জঙ্গীবাদ প্রতিরোধে সাভারে ইসলামীক ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচী পালন

আগের সংবাদ

ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান

পরের সংবাদ

আশুলিয়ায় বাস ট্রাক সংঘর্ষ; নিহত এক ও শিশুসহ আহত ২০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:১১ অপরাহ্ণ, ১১/০৭/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় যাত্রীবাস ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ২০জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

Ashulia Accident pic (1)

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানায়, ঢাকা আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় আরিচা থেকে ছেড়ে যাত্রীবাহি বাসের সঙ্গে মানিকগঞ্জ থেকে নবীনগরগামী  ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ট্রাকে থাকা রকিবুল ইসলাম নামে এক ব্যক্তি  নিহত হয়েছে ও আহত হয়েছে আরও ২০ জন। নিহত রকিবুল পাবনার সুজানগর থানার আমিনপুর গ্রামের বাসিন্ধা ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই ট্রাকের যাত্রী ছিলেন বলে জানা যায়। ট্রাকটি আটক করা হলেও বাসটি পালিয়ে যায়।

এ ঘটনা আশুলিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলেও পুলিম জানায়।