সব
এক্সপ্রেস প্রতিবেদক:
রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়াসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গী হামলার প্রতিবাদে সাভারে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আ. লীগের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি তালবাগ এলাকা থেকে শুরু করে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পরে সিটি সেন্টারের সামনে গিয়ে সকল নেতাকর্মীরা সমাবেত হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য বলেন, জঙ্গীরা দেশে চোরাগোপ্তা হামলা করে দেশ আতঙ্ক সৃষ্টি করতে চাইছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার জঙ্গীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এসময় তিনি নেতাকর্মীদের কাছে সাভার ও আশুলিয়ায় কাউকে জঙ্গী সন্দেহ হলে তাকে ধরে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সোপার্দের আহ্ববান জানান । এসময় জনসাধারনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।