সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা জুন মাসের পূর্ণ বেতনের দাবিতে কারখানার ভিতরে ও বাহির অবস্থান নিয়ে কর্মবিরতী পালন শুরু করেছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার সকাল থেকে শিল্পাঞ্চলের বুড়িরবাজার এলাকার মোভিভো এপ্যারেলস লিমিটেড নামের পোশাক কারখানার প্রায় ৭ শতাধিক শ্রমিক এই কর্মসূচি পালন শুরু করে।
শ্রমিকরা জানায়, ২১ রমজানের মধ্যে সরকারের তরফ থেকে জুন মাসের পূর্ণ বেতনসহ বোনাস দেওয়ার ঘোষণা দেওয়া হলেও মোভিভো এপ্যারেলস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত অমান্য করে জুন মাসের পূর্ণ বেতন পরিশোধ না করে ২০ দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই সূত্র ধরে কারখানাটির প্রায় ৭ শতাধিক শ্রমিক জুন মাসের পূর্ণ বেতন পরিশোধের দাবি জানিয়ে সকাল থেকে কারখানাটির ভিতরে ও বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতী পালন শুরু করে।
এদিকে, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
অন্যদিকে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে সাভারে পাঁচটি পোশক কারখানার ভিতরে অবস্থান নিয়েছে শ্রমিকরা। বেতন ও ঈদ বোনাস না পাওয়ায় ওই পাঁচটি পোশাক কারখানার শ্রমিকদের ঈদে বাড়ি ফেরা অনিশিচত।
বেতন ও ঈদ বোনাস না দেওয়া পাঁচটি পোশাক কারখানা গুলো হলো সাভারের উলাইলে প্রতীক এ্যাপারেলস,রাজাশন এলাকায় মারহাবা টেক্সটাইল,ছায়াবিথী এলাকায় পিয়াসা গার্মেন্টস,কলমার জিনজিরা এলাকায় সিপিএম ও ঢাকা আরিচা মহাসড়কের পাশে ডগরমমোড়া এলাকায় জালাল আহমেদ নীট কম্পোজিট লিমিটেড।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান মোভিভো এপ্যারেলস লিমিটেড কারখানায় শ্রমিকদের কর্মবিরতীর সত্যতা নিশ্চিত করে জানান, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিষয়টি সমাধানের লক্ষ্যে কারখানা কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনাও করা হচ্ছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।