সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় বিভিন্ন স্কুল কলেজের তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে “জোনাকি” নামের একটি সংগঠনের ব্যানারে থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। প্রায় ৫০জন শিশুকে পোশাক বিতরণ করা হয়।
সোমবার দুপুরে সংগঠনটির ব্যানারে আশুলিয়া প্রেস ক্লাবের সামনে বিভিন্ন বস্তিতে আশ্রিত শিশুদেরকে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় তরুণ শিক্ষার্থীরা বলেন, “আমাদের দেশে বিভিন্ন স্থানে সুবিধা বঞ্চিত পথ শিশুদেরকে নিয়ে এ ধরনের কার্যক্রম অব্যাহত আছে কিন্তু আশুলিয়াতে এধরনের সংগঠন খুবই কম দেখা যায়। তাই আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে “জোনাকি” নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছি।
এটির মাধ্যমে প্রথমে আমরা এ অঞ্চলের পথশিশুদেরকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাবো। সকলের সহযোগীতায় এরপরে দেশজুড়ে এ কর্যক্রম ছড়িয়ে দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো”।
এ সময় জোনাকি সংগঠনের হয়ে উপস্থিত ছিলেন, আব্দুর রহমান,শাহারিয়ার জয়,তন্ময় তানভীর,রাকিব খান,আল আমিন,সাদিয়া তাসনোভা,সাদিয়া সিজা,মনির আহমেদ,মো:রাজন,মো:রবিউল,তারিকুল ইসলাম,ইমদাদুল ইসলাম,আতিকুর রহমান,মো:রিপন হোসেন,সাদিয়া আফরোজ, আফরোজা দোলাসহ আরো অনেক তরুণ শিক্ষার্থীরা।