সাভারের পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আগের সংবাদ

ধামরাইয়ে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ; নিহত এক ও আহত ২৫

পরের সংবাদ

আশুলিয়ায় দুইটি বাসের মুখোমুখি সংর্ঘষ; নিহত দুই ও আহত ১৫

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:২৪ অপরাহ্ণ, ৩০/০৬/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার নবীনগরে দুইটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছে অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

আশুলিয়া থানার এস আই আবু হেনা মোস্তাফা রেজা জানায়, নবীনগর মোড়ে দেওয়ান পরিবহনের একটি মিনিবাস ইউর্টান নিতে গেলে বিপরীত দিক আসা মানিকগঞ্জগামী যাত্রীবাহি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। ঘটনাস্থলে এক নারী নিহত হয় ও হাসপাতালে নেয়ার সময় আরও এক ব্যক্তি নিহত হয়। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয় অন্তত ১৫ জন। আহতের উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। তবে এসময মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যাটযটের সৃষ্টি হয়। প্রায় ৩০ মিনিট পর বাস দুটি সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক হকে শুরু করে।

এদিকে বাস দুটি আটক করেছে পুলিশ। তবে চালকরা পালিয়ে যায়।

এই বিভাগের সর্বশেষ