সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ধামরা্ইয়ের একটি সিএনজি পাম্পের ম্যানেজারকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে র্দুবৃত্তরা। গুলিবিদ্ধ ম্যানেজারকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার দুপুরে ধামরাইয়ের ঢুলিপিটায় এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ধামরাইয়ের জয়পুড়ার পার্ল সিএনজি পাম্পের ম্যানেজার আবুল শেখ সাড়ে তিন লাখ টাকা নিয়ে বাজার এলাকায় আইএফআইসি ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন। তিনি ধামরাই ঢুলিপিটায় বাসস্ট্যান্ডের মহাসড়ক ছেড়ে শাখা সড়কে মোড় নিতেই একটি মোটরসাইকেল দুই আরোহী গতিরোধ করে ও আবুল শেখের বাম পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আবুল শেখকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়।
এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়ের প্রক্রয়িা চলছে।