সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার জামগড়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।ঘটনার পর স্বামী পালাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকালে আশুলিয়ার জামগড়া এলাকার গফুর মন্ডল স্কুলের পাশে বাড়ির একটি কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই অভিজিৎ চৌধুরী জানায়, স্থানীদের খবরের ভিত্তিতে বাড়ির একটি কক্ষ থেকে ইয়াসমিন নামে এক গৃহবধূর মরদেই উদ্ধার করা হয়। বিছনার উপর তার নিথর দেহ পড়েছিল ও গলায় আঘাতের চিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে ঘটনার পর থেকে নিহত ইয়াসমিনের স্বামী জুয়েল পালাতক রয়েছে ও তার মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইয়াসমিনের গ্রামের বাড়ি পঞ্চগড় জেলায়। সে স্টারলিং ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় কাজ করত। স্বামী জুয়েলের গ্রামের বাড়ি বগুড়া জেলায় বলে জানা যায়।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মালা দায়ের প্রস্তুতি চলছে বলেও পুলিশ জানায়।