সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের ব্যানারে ২১ শে রমজানের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন বোনাস প্রদান ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রমিকরা।
শুক্রবার দুপুরে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার শ্রীপুর এলাকায় বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ব্যানারে এই মানব বন্ধন কর্মসূচী পালন করে তারা।
মানববন্ধনে অংশগ্রহনকারী শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ২১ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস প্রদানের দাবী জানানো হয়।অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেন। এছাড়া বিভিন্ন সময়ে নিয়ম নীতি না মেনে শ্রমিক ছাটাই ও নিযাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
এসময় তারা আরও বলেন, পোশাক শিল্প বাঁচাতে সরকার ও কারখানা মালিকদের আরও সচেতন ও সক্রীয় ভূমিকা পালন করতে হবে।