সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ধামরাইয়ের কোমরা্ইলে এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ অন্তত ১০ জন আহত হয়েছে। আহতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এবিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত)দীপক চন্দ্র সাহা জানায়, ধামরাইয়ের পৌর কাউন্সিলর মো. সাহেব আলী ও স্থানীয় মো. ওয়াব আলীর মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা চলে আসছিল। সেই সূত্র ধরে দুপুরে ইসলামপুর বালু গদিতে ওয়াব আলীর ছেলে ওয়াজেদকে সাহেব আলীর লোকজন মারধর করে। খবর পেয়ে ওয়াব আলীর লোকজন সাহেব আলীর ম্যানেজার মানিক মিয়া মারধর করে। এই ঘটনার জের ধরে কোমরাইল এলাকায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে সংঘর্ষে বাধেঁ। এসময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে পুরো এলাকায় তথতমে পরিবেশ বিরাজ করছে।
উল্লেখ্য একই ওয়াডে সাহেব আলী ও ওয়াব আলী পৌর নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধি করেছিলেন।