সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভারে কিশোর অটোরিকসা চালককে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকসা ছিনতাইয়ের ঘটনার একদিন পর প্রধান দুই আসামীকে আটক করেছে পুলিশ।
বোরবার সকালে সাভারের বলিয়াপুর এলাকার কুন্ডা বাজার এলাকা থেকে এক নম্বর আসামী স্বপন ও রংপুর মিঠাপুকুকে অপর আসামী নয়নকে আটক করা হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই নাসিরউদ্দিন শেখ জানায়, গতকাল বিকালে (শনিবার) সাভারের হেমায়েতপুরের আলমনগর এলাকায় খাদেমুল নামে এক কিশোর অটিারিকসা চালককে হত্যা করে অটিারিকসা ছিনতাই করে নিয়ে যায় র্দুবৃত্তরা। খাদেমুলের বাবা আবুল বাশার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তারি ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রধান আসামী স্বপনকে আটক করা হয়। স্বপনের তথ্যের ভিত্তিতে দুপুরে রংপুর মিঠাপুকুর থেকে নয়নকে আটক করা হয়। আটক স্বপন প্রাথমিকভাবে এই হত্যাকান্ড ও অটোরিকসা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
নিহত অটোরিকসা চালক কিশোর খাদেমুল টাঙ্গাইল জেলার নাগরপুর থানার লগুদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে।
আটক স্বপন রংপুর মিঠাপুকুর থানা এলাকার চান মিয়ার ছেলে। অপর আসামী আসামী নয়নের গ্রামের বাড়ি একই এলাকা বলে জানা যায়।