সব
এক্সপ্রেস প্রতিবেদক:
আশুলিয়ার সিন্ধুরিয়া মাদ্রাসায় গোপন বৈঠকের সময় জামায়াতের পাঁচজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭ টি পেট্রোল বোম, দুইটি ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
রোববার ভোরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া মাদ্রাসার একটি কক্ষ থেকে আটক করা হয়।
প্রাথমিকভাবে আটকদের মধ্যে একজনের নাম মোস্তফা বলে জানা গেছে।সে আশুলিয়ার ভাদাইল পবনারটেক এলাকার বাসিন্ধা।অপরজনরা হল আমির হামজা, ছালাম কাজী, মো. জাহাঙ্গীর আলম ও কাজী শহিদুল ইসলাম।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসীনুল কাদির জানায়, নাশকতা পরিকল্পনা জন্য জামায়াতের একটি দল সিন্ধুরিয়া মাদ্রাসায় গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটকদের কাছ থেকে একটি মটরসাইকেলও জব্দ করা হয়েছে।এছাড়া তল্লাসী চালিয়ে ৭টি পেট্রোল বোমা ও চাপাতি ছুরি উদ্ধার করা হয়। তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে ও আদালতে পাঠানো হয়।