ধামরাই

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আগের সংবাদ

বাংলাদেশের ৩০ মিলিয়ন ডলারের পণ্য বাতিল করল ব্রিটিশ কোম্পানি

পরের সংবাদ

ধামরাইয়ে প্রথম করোনা রোগীর মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:০৯ অপরাহ্ণ, ৩১/০৫/২০

ঢাকার ধামরাইয়ে  করোনায় আক্রান্ত হয়ে আনসার আলী নামে এক বৃদ্ধা (৬০) মারা গেছেন। এই উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এটাই প্রথম কোন ব্যক্তির মৃত্যু হলো। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রোববার (৩১ মে) ভোরে ধামরাইয়ের কাকরাইনে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, গত বৃহস্পতিবার (২৮) মৃত বৃদ্ধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল । পরে গতকাল শনিবার (৩০) রাতে পাওয়া ফলাফলে তাঁর করোনা ‘পজেটিভ’ দেখা যায়। এর কয়েক ঘন্টা পরে আজ রোববার ভোরে তিনি মারা যান।

এদিকে ধামরাইয়ে মোট ৯৯৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তারমধ্যে ১০৪ জন করোনায় আক্রান্ত ও সুস্থ হয়েছেন ১০ জন।