সাভার প্রেসক্লাব থেকে ৪ সদস্য বহিষ্কার

আগের সংবাদ

ছাঁটাই ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের প্রতীকী অনশন

পরের সংবাদ

সাভারে করোনায় আরও ১জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৯:১৬ অপরাহ্ণ, ১৮/০৫/২০

সাভারে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩২ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তদের মধ্যে শিল্প পুলিশের পাঁচ সদস্য ও সাতজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯২ জনে। মোট মৃতের সংখ্যা চারজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা পরীক্ষার জন্য গত রোববার ৪৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়েছিল। সোমবার এসব নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এদিকে রোববার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মহল্লায় করোনায় আক্রান্ত হয়ে শাহিদা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এর আগে শনিবার শাহিদা বেগমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে রোববার দুপুরে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। এ সময় হাসপাতালে ভর্তি করার জন্য তাকে আনতে বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠানো হলে জানা যায় তিনি মারাগেছেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী তার দাফনের ব্যবস্থা করা হয়।