আশুলিয়ায় বেপরোয়া জামায়াত নেতা হাবিব ও তার ক্যাডার বাহিনী

আগের সংবাদ

হত্যা মামলা ডিটেকশন কারী হিসেবে ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই হারুন অর রশিদ

পরের সংবাদ

নারী ও শিশু নির্যাতন বন্ধে আশুলিয়া থানা পুলিশের উঠান বৈঠক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৩৪ অপরাহ্ণ, ১০/০৩/২০

হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

‘মজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে নারী ও শিশুর উপর নির্যাতন বন্ধের লক্ষ্যে জনসাধারণের সাথে সচেতনতামূলক উঠান বৈঠক করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার দিনব্যাপী আশুলিয়ার পল্লীবিদ্যুতের ডেন্ডাবরে এ সচেতনতামূলক উঠান বৈঠক করে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পরিদর্শক নির্মল জনগনকে সচেতন করতে নারী ও শিশুর উপর নির্যাতনের শাস্তি সর্ম্পকে জানান। এ ধরনের কার্য়ক্রমের মাধ্যমে এলাকাবাসী নানা ধরনের আপরাধ থেকে নিজেদের মুক্ত রাখতে চেষ্ট রাখবে বলে আশাবাদ ঢাকা জেলা পুলিশ কর্মকর্তাগণ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল হক, উপ-পরিদর্শক সাজ্জাদুর রহমাান সাজ্জাদ, আসওয়াদুর রহমান ও টুম্পা। এছাড়ও অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যে হারুন-অর-রশিদ মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসীরা জানান, পুলিশ যদি নিয়মিত এ ধরনের সচেতনতামূলক কার্যাক্রম পরিচালনা করে, তাহলে এলাকায় আপরাধ করার প্রবণতা অনেকটা কমে আসবে। সাধারণ মানুষও সচেতন হবে।