ধামরাইয়ে করব থেকে ৩ কঙ্কাল চুরি, গাছে ঝুলানো আরও ১

আগের সংবাদ

আশুলিয়ায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পরের সংবাদ

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৩০ অপরাহ্ণ, ০৫/০৩/২০

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে ডাকাতি প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১১ টার দিকে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ আবুল বাসার, পিপিএম বার। এর আগে, বুধবার (৪ মার্চ) দিবাগত রাত ১টাক দিকে সাভারের হেমায়েতপুরের হিরুলিয়া তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডাকাতরা হলো- কেরানীগঞ্জ থানার তারানগড় ইউনিয়নের কলমাচর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৩০), একই থানা গ্রামের মালেকের ছেলে মো: মহিউদ্দিন (৪৫), জামালপুর জেলা সদরের গবরগাইল গ্রামের জব্বার আলীর ছেলে রাজু (৩০), মাদারীপুর জেলার সিবচর থানার কাঠালবাড়ী ইউনিয়নের বয়াতিকান্দি গ্রামের বিশা মাদবরের ছেলে মো: জালাল মাদবর (৫০), একই জেলা থানার আলী বেপারপী গ্রামের জুয়েল হাওলাদারের ছেলে সুরুজ (৩৫), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার নিমতলা ইউনিয়নের সেকেন্দার ফকিরের ছেলে আবুল হোসেন ফকির (৪০), মাদারিপুর জেলা সিবচর থানার সিকদার বাড়ি ইউনিয়নের সোবাহান সিকদারের ছেলে রাসেল সিকদার (২৮), ঢাকা জেলার আশুলিয়া থানার আনারকলি বস্তির আফসার আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দশবাড়ি গ্রামের বুদ্দু চন্দ্র মনি দাসের ছেলে পাগল চন্দ্র মনি দাস (৪৫), একই জেলার ঘিওর থানার চর ঘিওর গ্রামের তালেব মল্লিকের ছেলে আইয়ুব আলী (৪৪)।

ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, গতকাল রাতে সাভারের হেমায়েতপুরের হিরুলিয়া তালতলা এলাকায় একদল ডাকাত একটি নীল কাভার্ডভ্যান নিয়ে ডাকাতির উদ্দ্যেশে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে দেশীয় অস্ত্র ও পিকাভ্যানসহ আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে আসামীদের জিজ্ঞাসাবাদে ঢাকা জেলাসহ বিভিন্ন স্থানে গৃহ ডাকাতি রাস্তা ঘাটে ডাকাতির কথা স্বীকার করে। এছাড়া কাভার্ডভ্যান ব্যবহার করে নিরিহ মানুষের গরু চুরি করতো। আসামীরা পেশাদার আন্তঃজেলার ডাকাত দলের সয়ংক্রিয় সদস্য। আসামীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।