আশুলিয়ায় হেরোইনসহ আটক ১

আগের সংবাদ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ নিয়ে চলছে সাপলুডু খেলা

পরের সংবাদ

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে ৩ জনকে জরিমানা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:১৮ অপরাহ্ণ, ১২/০২/২০
হাসান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
আশুলিয়ায় অভিযান চালিয়ে বাসাবাড়ির ১২’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর সাভার আঞ্চলিক  অফিস। এ সময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে তিন জনকে ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ঘোষবাগ এলাকায় এ বিচ্ছিন্ন করণ অভিযান পরিচালনা করেন  সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর  ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত মো. সায়েম ।এছাড়াও বিকেল  ৪ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাফী ইবনে সাজ্জাদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জরিমানাকৃতরা হলেন- আশুলিয়ার ঘোষবাগা এলাকার আব্দুল জব্বার(৬৬), লুৎফর রহমান (৩২) ও ইকবাল হোসেন (৩২)।
এসময় সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় কোন প্রকার অপ্রীতিকর  পরিস্থিতি মোকাবেলায় আশুলিয়া থানার এসআই সাজ্জাদুর রহমান এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাজওয়ার আকরাম সাকাফী ইবনে সাজ্জাদ জানান, আশুলিয়ার ঘোষবাগ এলাকায় তিতাসের মূল গ্যাস সঞ্চালন পাইপ থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়ে দেড় কিলোমিটার বিস্তৃত জায়গা থেকে ১২’শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে তিন জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।