আশুলিয়ায় ১১টি চোরাই মোবাইলসহ আটক ৭

আগের সংবাদ

আশুলিয়ায় অগ্নিকান্ডে ২২টি কক্ষ পুড়ে ভস্মীভূত

পরের সংবাদ

আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজি অভিযোগে আটক ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:০২ অপরাহ্ণ, ৩০/১২/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় মহানগর পরিবহন কাউন্টার ভাঙচুর ও কাউন্টারের মালিক রাজু আহম্মেদ এর উপর হামলার অভিযোগে রিয়াদ মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে আটক রিয়াদ মোল্লাকে আদলতে প্রেরুণ করে পুলিশ। এর আগে রোববার সকালে তাকে আটক করা হয়।

আটক রিয়াদ মোল্লা (৪৫) বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া গ্রামের ওলিয়ার মোল্লার ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকায় থেকে বিভিন্ন পরিবহন ও কাঁচামালের আড়ত থেকে জোরপূর্বক চাঁদা আদায় করতো বলে জানা গেছে।

উল্লেখ্য যে, গত শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকার শাহজালাল এক্সপ্রেস কাউন্টারে এ হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ওই কাউন্টারের ম্যানেজার রনি মিয়া বাদী হয়ে রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।