আশুলিয়ায় ট্রাক-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আগের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

পরের সংবাদ

আশুলিয়ায় লরিচাপায় পোশাক শ্রমিক নিহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:২৮ পূর্বাহ্ণ, ২৫/১১/১৯

নিজস্ব প্রতিবেদক ,আশুলিয়া:

আশুলিয়ায় লরিচাপায় আকাশ (১৮) নামের এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জলিল। এর আগে, রোববার (২৪ নভেম্বর) দিবাগত রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়েকর আশুলিয়ার জিরানী মাজার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার সেলিম মোল্লাহর ছেলে। তিনি আশুলিয়ার জিরানী তে থেকে বেঙ্গল নামের একটি পোশাক করাখানায় কাজ করতেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই মোঃ জলিল জানান, গতকাল নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানীর মাজার রোড এলাকায় রাতে মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পাড় হচ্ছিলো আকাশ। এসময় নবীনগরগামী একটি অজ্ঞাত লরি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনা স্থলেই মৃত্যু হয় আকাশের।

তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থানায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷ একই সাথে সেই লরিকে খুঁজে বের করার চেষ্টাও চলছে।