আশুলিয়ায় আয়কর মেলার শুভ উদ্বোধন

আগের সংবাদ

সড়ক আইনের প্রতিবাদে আশুলিয়ায় হঠাৎ বাস বন্ধ

পরের সংবাদ

লবণ নিয়ে গুজব: আশুলিয়ায় ৩ দোকানিকে ৯০ হাজার টাকা জরিমানা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৫৯ অপরাহ্ণ, ১৯/১১/১৯

আশুলিয়ায় গুজব ছড়িয়ে বাড়তি দামে লবন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানিকে ৯০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে । আশুলিয়া রাজস্ব জোন এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (১৯ নভম্বর) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার দুটি আড়তে এ অভিযান চালানো হয়।

দোকান গুলোর মধ্যে শরিফ স্টোর ৫০ হাজার, সবুজ বাণিজ্যলায় ২০ হাজার ও ভাই ভাই স্টোর ২০ হাজার করে সর্ মোট তিনটি দোকানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আশুলিয়া রাজস্ব জোন এর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, বেশি দামে কেউ লবন বিক্রি করলে বা দাম চাইলে থানা পুলিশ ও হট লাইন নম্বরে জানাতে হবে। এছাড়াও আশুলিয়ার রাজস্ব জোনে যোগাযোগ করতে পারেন।