সাভারে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

আগের সংবাদ

সাভারে পৃথক স্থানে তিন নারী ধর্ষণের ঘটনায় আটক ৩

পরের সংবাদ

আশুলিয়ায় দুটি রেস্টুরেন্টকে ১ লক্ষ টাকা জরিমানা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:৩৯ পূর্বাহ্ণ, ১১/১০/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়াঃ

আশুলিয়ায় খাবার হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ দেখতে পেয়ে ৫০ হাজার করে দুটিকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় বাজার মূল্য তদারকি ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন আশুলিয়া জোনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

জরিমানাকৃত হোটেল দুটি হচ্ছে আঁখি হোটেল এন্ড রেস্টুরেন্ট ও ক্যাফে ঊষা হোটেল এন্ড রেষ্টুরেন্ট। এদিকে অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি রেস্টুরেন্ট ব্যবসায়ী জরিমানার অর্থ এড়াতে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এ ২টি হোটেল এন্ড রেস্টুরেন্টকে পচাঁ, বাসি ও নোংরা খাবার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে জরিমানা করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া জোনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, ভবিষ্যতেও এ ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।