স্থায়ীভাবে বহিষ্কৃত নেতা সাভার ছাত্রলীগের সভাপতি

আগের সংবাদ

প্রজন্মলীগের সভাপতিকে মারধর, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামিম আটক

পরের সংবাদ

আশুলিয়ায় চাঁদাবাজির হাত থেকে মুক্তি চেয়ে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৩৯ অপরাহ্ণ, ২৬/০৯/১৯

হাসান ভূঁইয়া, আশুলিয়া:

আশুলিয়ায় ময়লা ফেলার জায়গা ও চাঁদাবাজির হাত থেকে মুক্তি চেয়ে মানববন্ধন করেছে ময়লা পরিচ্ছন্নকর্মীরা ও এলাকাবাসী।

বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর চন্দ্রা মহা সড়কের পাশে আশুলিয়ার নবী টেক্সটাইল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ মানববন্ধন থেকে সাজাহান ইসলাম গণি বলেন, গত কয়েক মাস ধরে কাশেমপুরের এক কাউন্সিলরের লোকজন প্রতি মাসে আমাদের নিকট হতে ৫০ হাজার টাকা করে চাঁদা নেয়। এই মাসে চাঁদা দিতে অস্বীকার করলে গত মঙ্গলবার রাত সাড়ে টার দিকে আমাকে মারধর করে এবং মালা-মাল বিক্রয়ের ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তার লোকজন আমাকে হত্যার হুমকিও দেন।

সাজাহানের বাবা ওসমান গনি বলেন, আমার ছেলেকে যারা মারধোর করেছে আমি তাদের বিচার চাই। এ সময় তিনি আরো বলেন, আমরা আশা করবো সরকার যেন ময়লা ফেলার জন্য আমাদের একটি নির্দিষ্ট জাগার ব্যবস্থা করে দেন।

সুজেদা বেগম নামের এক মহিলা বলেন, আমার তিন লক্ষ টাকার দুইটি টলি গাড়ি ভেঙ্গে ফেলেছে কাশেমপুরের এক কাউন্সিলরের লোকজন। এতে করে আমি বড় ধরনের আর্থিক সংকটের মধ্যে পড়েছি।

এ মানববন্ধনে ময়লা পরিচ্ছন্নকর্মীরাসহ এলকার কয়েক শত লোক অংশ গ্রহণ করেন।