সাভারের তিন সড়কে গাড়ির ধীরগতি

আগের সংবাদ

আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পরের সংবাদ

সাভারে বাস উল্টে খাদে, আহত ৩০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৩৮ অপরাহ্ণ, ১৬/০৮/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে বাস উল্টে খাদে পড়ে অন্তত ৩০ জন বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সাভার ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার এলাকার চানপুরে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে আমিনবাজার এলাকায় এসবি লিং নামের গাবতলীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম জানান, বাসটি গাবতলী যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে বাসের ৩০ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ।