আশুলিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ১

আগের সংবাদ

আশুলিয়ায় অপহৃত ছাত্রী কক্সবাজার থেকে উদ্ধার, আটক ১

পরের সংবাদ

ডেঙ্গু: জাহাঙ্গীরনগরে ওয়ান টাইম গ্লাস, প্লেট, চায়ের কাপ নিষিদ্ধ

ইস্কান্দার হোসাইন ( রুদ্র )

প্রকাশিত :৮:৩৯ অপরাহ্ণ, ০৫/০৮/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার: ডেঙ্গু প্রতিরোধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে ওয়ান টাইম গ্লাস, প্লেট, চায়ের কাপ নিষিদ্ধ করেছে প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সোমবার ডেঙ্গু পর্যবেক্ষণ ও প্রতিরোধ কমিটির এক সভা প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেনের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় ডেঙ্গুবিষয়ক সচেতনতামূলক কর্মকাণ্ড, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং ওষুধ স্প্রের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। সভায় জানানো হয়, ৬ আগস্ট প্রথম মেয়াদে ওষুধ স্প্রে সম্পন্ন হবে। ১৯ আগস্ট দ্বিতীয় মেয়াদে আবার স্প্রে শুরু হবে। ১৫ সেপ্টেম্বর থেকে তৃতীয় মেয়াদে স্প্রে শুরুর সিদ্ধান্ত হয়েছে।

সভায় প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম এবং কমিটির অপর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এ ছাড়াও ১৮ আগস্টের মধ্যে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, লিফলেট ইত্যাদি প্রচার-প্রচারণার মাধ্যমে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কিত সচেতনতামূলক কাজ সফলতার সঙ্গে সম্পন্নসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।