আশুলিয়ায় দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অর্ধশত ছাগলের মৃত্যু

আগের সংবাদ

সাভারে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পরের সংবাদ

সাভারে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

Bosir Ahmed

প্রকাশিত :২:০২ অপরাহ্ণ, ০৪/০৮/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে দিনের পর দিন আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন হাসপাতালে প্রায় দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। যা গত দুই-তিন দিন আগেও শতাধিকের নিচে ছিল।

রোববার সকালে সাভার উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে এ তথ্য পাওয়া যা্য়।

তাদের দেওয়া তথ্য মতে-গত ১৫ দিনে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১১১ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন, প্রাইম হসপিটালে ৩ জন, আশুলিয়ার নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ২২ জন ও সাভারের সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ গণস্বাস্থ্য হাসপাতালে ২৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। 

এছাড়াও সাভারের অন্যান্য বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মিলিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে বলে জানা গেছে।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু তাহের বলেন, আমাদের নিকট ডেঙ্গু পরীক্ষার কিটস খুবই কম আছে। তবে আমরা সরকার নির্ধারিত টাকার চেয়েও কমে পরীক্ষা করছি। যদিও ডেঙ্গু পরীক্ষা করতে আমাদের খরচ অনেক বেশি হয়।